ময়মনসিংহের ভালুকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মুরাদ আকন্দ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার উথুরা ইউনিয়নের হাইজ্যাক মোড় এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত মুরাদ ভালুকা উপজেলার বগাজান গ্রামের শাহজাহান আকন্দের ছেলে।
পুলিশের দাবি, মুরাদ আকন্দ ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি রামদা, একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকাদারের ভাষ্যমতে, ভরাডোবা-ঘাটাইল সড়কের উথুরা হাইজ্যাক মোড় ব্রিজে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে
একপর্যায়ে সহযোগীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলেই ডাকাত সর্দার মুরাদ আকন্দকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল (মমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, মুরাদ এলাকার শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সর্দার। তার বিরুদ্ধে ভালুকা থানায় ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে পার্শ্ববর্তী থানায়ও বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান তিনি।