দামুড়হুদার কুড়ুলগাছি পুত্রবধুকে বাচাতে গিয়ে বিদুৎ স্পৃষ্ট হয়ে শাশুড়ির মৃত্য

সালেকিন মিয়া সাগর: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামে পুত্রবধুকে বাচাতে গিয়ে বিদুৎ স্পৃষ্ট হয়ে শাশুড়ির মর্মান্তিক মৃত্য হয়েছে। নিহত ব্যাক্তি কুড়ুলগাছি পশ্চিমপাড়ার খোকনের স্ত্রী মনোয়ারা খাতুন(৩৫)। এই ঘটনায় নিহতের পুত্রবধুকে অাহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার কুড়ুলগাছি গ্রামের পশ্চিমপাড়ার খোকনের বড় ছেলে চঞ্চলের স্ত্রী ঘরের অাড়ায় ভিজা গামছা মেলতে যাই । এই সময় ঘরের অাড়ার সাথে লেগে থাকা রডে পাখি ভ্যান চার্জ দেওয়া তারের সংযোগ ঘটে যায়। ওই সময় চঞ্চলের স্ত্রী অসাবধানতা বশত রডে হাতে লেগে বিদুৎ স্পৃষ্ট হলে শাশুড়ি মনোয়ারা খাতুন দেখতে পাই এবং ঘরের মেইন সুইচ বন্ধ না করেই পুত্রবধুকে বাচানোর চেষ্টা করে। বাচানোর চেষ্টাকালে বিদুৎ স্পৃষ্ট তারটি তাৎক্ষণিক ছিড়ে শাশুড়ি মনোয়ারা খাতুনের গায়ে জড়িয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত গৃহবধুর খবর ছড়িয়ে পড়লে এলাকার শোকের ছায়া নেমে অাসে। নিহত মনোয়ারা খাতুন মৃত্যকালে ৩ছেলে ১মেয়ে রেখে গেছেন। এদিকে বিদুৎ স্পৃষ্ট পুত্রবধুকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।