শেরপুরে মাথা জোড়া লাগা যমজ কন্যাশিশুর জন্ম

শেরপুরের একটি বেসরকারি হাসপাতালে মাথা জোড়া লাগা জমজ শিশুর জন্ম হয়েছে।

গত শনিবার সকালে শেরপুর শহরের মাধবপুরে অবস্থিত ফ্যামিলি নার্সিং হোমে পৌর শহরের চাপাতলী মহল্লার গার্মেন্টস কর্মী রুবেল ইসলামের স্ত্রী রেহানা বেগম (২১) জোড়া লাগানো মাথার যমজ কন্যা শিশুর জন্ম দেন।

জ্যেষ্ঠ গাইনি চিকিৎসক আব্দুল গণি এই সিজার অপারেশন করেন। শিশু দুইটি এখন সুস্থ আছে।

ফ্যামিলি নার্সিং হোমের সত্ত্বাধিকারী ডাক্তার এম এ বারেক তোতা বলেন, শনিবার সকালে সিজারিয়ান সেকশনে যে অপারেশনটা করা হয়েছে তা ব্যতিক্রমধর্মী একটা অপারেশন। শেরপুরের প্রেক্ষাপটে এ ধরনের অপারেশন আমরা সচরাচর করি না এবং করার সাহসও আমাদের নাই। ডাক্তার আব্দুল গণির সাহসী উদ্যোগ এবং আমাদের সবার সহযোগিতায় অপারেশনটা করার সিদ্ধান্ত নেই। কোনো ধরনের জটিলতা ছাড়া অপারেশনটা সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, বাচ্চা দুটির মাথা জোড়া লাগা। এটা জটিল একটা অবস্থা। উন্নত চিকিৎসার জন্য তাদের আমরা ঢাকায় পাঠাব।

এদিকে মাথা জোড়া লাগা যমজ শিশুর জন্মের খবর ছড়ালে বিভিন্ন স্থান থেকে তাদের দেখার জন্য বহু লোক ওই নার্সিং হোমে ভিড় জমায়।