নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির পরাজিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের সঙ্গে দেখা করবেন— এমন গুঞ্জন নগরজুড়ে বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে গতকাল গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়র দেখা করলেন হাসান উদ্দিন সরকারের সঙ্গে। এ সময় হাসান সরকারকে মিষ্টি খাওয়ান মেয়র জাহাঙ্গীর। বেলা সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীর আলম টঙ্গীতে হাসান উদ্দিন সরকার প্রতিষ্ঠিত মরহুম আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনে যান। নবনির্বাচিত মেয়র দেখা করতে আসবেন এমন খবর পেয়ে আগে থেকেই প্রতিষ্ঠানে দলীয় নেতা-কর্মীদের নিয়ে অপেক্ষা করতে থাকেন হাসান উদ্দিন সরকার। মেয়র পৌঁছানোর পর হাসান তাকে স্বাগত জানান। এ সময় তারা কোলাকুলি ও কুশল বিনিময় করেন। পরে একে অপরকে মিষ্টিমুখ করান। উপস্থিত কয়েকজন নবনির্বাচিত কাউন্সিলর ও পরাজিত কাউন্সিলর প্রার্থী, আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে কুশল বিনিময় করেন। এ সময় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর সিটিকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে আমি সবার কাছে সহযোগিতা চাই। তিনি বলেন, হাসান উদ্দিন সরকার একজন বীর মুক্তিযোদ্ধা। আমি তার নামে একটি সড়ক করে দিতে চাই। বিরোধী দলকে সম্মান দিয়েই আমি মেয়রের দায়িত্ব পালন করতে চাই। সবাইকে নিয়েই একটি আধুনিক নগর গড়তে চাই। এলাকার উন্নয়নে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনো প্রতিহিংসা থাকবে না। এ সময় বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার বলেন, নবনির্বাচিত মেয়রকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে। শিক্ষা ক্ষেত্রে অবদান রাখুন। নগরীর উন্নয়নের স্বার্থে সব ধরনের ভালো কাজে সহযোগিতা আমি করব। আমি জাহাঙ্গীর আলমকে অন্তর থেকে আশীর্বাদ করি। এ সময় হাসান উদ্দিন সরকার জাহাঙ্গীর আলমের মাথায় হাত রেখে বলেন, ‘আমার কাছে অঙ্গীকার করো, খারাপকে কখনো সমর্থন করবে না। উত্তরে জাহাঙ্গীর আলম প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমি খারাপকে কখনই সমর্থন করি না, করব না।’ নবনির্বাচিত মেয়রকে পরামর্শ দিয়ে হাসান উদ্দিন সরকার বলেন, আইনশৃঙ্খলা এবং শিক্ষাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নবনির্বাচিত মেয়র যখন চাইবেন তখনই আমি সহযোগিতা করব। মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। মাদকাসক্তকে খারাপ বলে দূরে সরিয়ে দিলে চলবে না, তাকে সংশোধন করতে হবে। এ সময় অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগ নেতা আতাউল্লাহ মণ্ডল, রিয়াজ মাহমুদ আয়নাল, রফিকুল ইসলাম, ফজলুল হক, সোলেমান হায়দার, সেলিম মিয়া, বিল্লাল হোসেন মোল্লা, নুর মোহাম্মদ মামুন, বিএনপি নেতা মাহবুবুল আলম শুক্কুর, আবদুর রহিম কালা, পাপ্পু সরকার, যুবদল নেতা প্রভাষক বসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
- প্রচ্ছদ
- »
- প্রধান সংবাদ
- »
- হাসান সরকারকে মিষ্টি খাওয়ালেন গাজীপুরের নগরপিতা