কার্পাসডাঙ্গা মুনাসিপুরের গভীর রাতে টিউবওয়েলে পানিতে বিষ মেশানোর অভিযোগ:অভিযুক্তকে আটক করে পুলিশে সোর্পদ

মেহেদী হাসান মিলন:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মুন্সিপুর গ্রামের রাতের আঁধারে টিউবয়েলের পানিতে বিশ মেশানোর অভিযোগে অভিযুক্তকে আটক করে পুলিশে দেওয়ার ঘটনা ঘটেছে।জানা গেছে, কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের জামাই পাড়ার মোস্ত মোল্লার ছেলে বহুল আলোচিত চিহ্নিত মাদক সেবী আশাদুল একই পাড়ার আ:সাত্তারের ছেলে শরবত, ফারুক,আফসারের টিউবওয়েলে পানিতে বিভিন্ন সময়ে বিষ মিশিয়ে দেয়।গতকাল ও গভীর রাতে ফারুকের টিউবওয়েলের পানিতে বিষ মিশিষে দেওয়ার সময় ফারুকের পরিবারের লোকজন দেখে ফেলে। আশাদুল টিউবওয়েলের পানিতে বিষ মিশিয়ে দেবার পর পরই দৌড়ে ঘরে গিয়ে ঘরের দরজা জানালা আটকে লুকিয়ে থাকে।পরে সকালে স্থানীয় মাতব্বরদের সহায়তায় তাকে জানালা ভেঙ্গে বের করে পেয়ারা গাছের সাথে দড়ি দিয়ে বেধে রাখে ফারুকের পরিবারের লোকজন।পরে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ করে আশাদুলকে পুলিশে সোর্পদ করে ফারুকের পরিবারের লোকজন।এ সময় মুন্সিপুর গ্রামে শত শত নারী পুরুষের ভীড় জমে।স্থানীয়রা জানান আশাদুল এক সময়ে ভাল মানুষ ছিল।কাজ কর্ম করতো। কিন্তু সে সম্প্রতি নেশায় জড়িয়ে পড়ে পাড়াটাকে অতিষ্ঠ করে তুলেছে।