৩ দিনেও জানা যায়নি স্কুলছাত্রী ইলহাম হত্যার রহস্য

চট্টগ্রামের বাকলিয়া এলাকার সৈয়দ শাহ রোডে স্কুলছাত্রী ইলহাম হত্যার রহস্য তিন দিনেও উদ্ঘাটন হয়নি। ধরা পড়েনি খুনি।

বুধবার দুপুরে নৃশংসভাবে খুন হয় ইলহাম (১২)। ঘটনার পর ইলহামের মা নাছরিন আক্তার খুশবুর অসংলগ্ন কথাবার্তায় নানা রহস্যের জন্ম দিয়েছে। এরই মধ্যে নাছরিনকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

ইলহামের বাবা সৌদি আরব প্রবাসী। ঘটনার দিন পুলিশ জানিয়েছিল তার বাবা বিদেশ থেকে এলে তিনি বাদী হয়ে মামলা করবেন। তবে তিনি আসতে পারেননি। তাই বুধবার ইলহামের নানা নাসিরউদ্দিন বাদী হয়ে মামলা করেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ জানান, খুনি কি পরিচিত নাকি অপরিচিত সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। অপরিচিত হলে চুরি ডাকাতি হতে পারে। আর যদি পরিচিত হয় তবে বিষয়টার সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে।

পুলিশের তদন্ত সংশ্লিষ্টরা জানান, ইলহামের মা পুলিশের কাছে একবার বলছেন, সকালে মেয়েকে নফল নামাজ পড়িয়েছেন। কোরআন পড়িয়েছেন। আবার বলছেন, তিনি বাসায় ফিরে এসে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখেন। এর পর তার আর্তচিৎকারে প্রতিবেশীরা এলে মেয়ে ইলহামকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইলহামের মা নাছরিনের এ ধরনের অসংলগ্ন ও অগোছাল কথা খোদ পুলিশের কাছেই রহস্যজনক মনে হচ্ছে।

সিএমপির এডিসি (দক্ষিণ) শাহ মোহাম্মদ আবদুর রউফ আরও বলেন, কোনো পেশাদার খুনি এ কাজ করতে পারে। এছাড়া এ ঘটনার পেছনে পারিবারিক বিরোধের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।