দেশে সবাই এখন বিশ্বকাপ-জ্বরে আক্রান্ত। যুক্তরাজ্যের বাসিন্দা ও সেখানকার প্রবাসী বাঙালিদের গানের জ্বরে আক্রান্ত করতে চিরকুট ব্যান্ডের ছয় সদস্যের একটি দল ঢাকা ছেড়েছে। লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আয়োজিত ‘বৈশাখী মেলা’য় গান করবে চিরকুট। আগামী ১ জুলাই এই বৈশাখী মেলা হবে টাওয়ার হ্যামলেটসের উইভারস ফিল্ডসে।
এ সময়ের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের ঝুলিতে বেশ কয়েকটি চমৎকার বিদেশ সফরের অভিজ্ঞতা রয়েছে। এবারও দারুণ কিছু অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরবেন তাঁরা—এমনটাই আশা করছেন ব্যান্ডের সব সদস্য। চিরকুট এর আগে গান শোনাতে যুক্তরাষ্ট্র, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া আর নরওয়ে গিয়েছিল।
ঢাকা ছাড়ার আগে বিমানবন্দর থেকে চিরকুটের অন্যতম সদস্য সুমী বলেন, ‘দেশের বাইরে গান গাওয়ার অভিজ্ঞতা বরাবরই অন্য রকম আনন্দের। কেন জানি মনে হয়, প্রবাসী বাঙালিরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে, খুব মনোযোগ দিয়ে পুরো অনুষ্ঠান উপভোগ করে। দেশের বাইরে এমনিতে অনেক বাঙালি থাকেন। মনেই হয় না দেশের বাইরে কোথাও গাইছি। তবে এর আগে যেসব দেশে গান করেছি, সেখানে বাঙালির সংখ্যা ছিল হাতে গোনা। এবার যেখানে গান গাইব, সেখানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাঙালিরা আসেন। শুনেছি, এখানে নাকি লাখো বাংলা ভাষাভাষীর মিলনমেলা হয়। দেশের বাইরে বাঙালিদের এত বড় মিলনমেলায় গান গাওয়ার অভিজ্ঞতা নিঃসন্দেহে দারুণ হবে।’
যুক্তরাজ্য যাওয়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিরকুট সদস্যরা। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্য যাওয়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিরকুট সদস্যরা। ছবি: সংগৃহীত
টাওয়ার হ্যামলেটসের উইভারস ফিল্ডসে আয়োজিত বৈশাখী মেলায় দেড় ঘণ্টা গান গাওয়ার প্রস্তুতি নিয়েছেন চিরকুট সদস্যরা। ঈদের পর যেহেতু এটা বড় অনুষ্ঠান, তাই নিয়মিত মহড়াও করেছেন। সুমী বলেন, ‘আমরা এখন পর্যন্ত দেশের বাইরে যতটি অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পেয়েছি, সব কটি প্রশংসিত হয়েছে। আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি, এতে এই অনুষ্ঠানও দর্শকদের ভালো লাগবে, আশা করি।’
সুমী বলেন, ‘যুক্তরাজ্যে বড়সংখ্যক বাঙালি জনগোষ্ঠী আছে। যুক্তরাজ্যের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছেন তাঁরা। এবার আমরা তাঁদের বাংলা গান শোনানোর সুযোগ পেয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। যখন লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে আমন্ত্রণ পাই, তখন আমরা খুব খুশি হয়েছি।’
শোনা গিয়েছিল, ঈদের আগে চিরকুটের নতুন মিউজিক ভিডিও আসবে। ‘উধাও’ অ্যালবামের ‘কাঁটাতার’ গানটির মিউজিক ভিডিও তৈরির কাজ হয়েছে। কিন্তু কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ঈদের আগে তা প্রকাশ করেনি। সুমী বলেন, ‘আমরা তাড়াহুড়ো করতে চাইনি। আশা করছি, কিছুদিনের মধ্যেই ফেসবুক আর ইউটিউবে গানের ভিডিওটি সবাই দেখতে পাবেন। এ ছাড়া শিগগিরই “কেউ জোনাক জ্বেলে” গানের লিরিক ভিডিও প্রকাশ করব। গানটি আমাদের খুব প্রিয়। এখন সব কনসার্টেই আমরা গানটি গাইছি।’