বানরের জীবন বাঁচিয়ে আলোচনায় যশোদা

বানরের জীবন বাঁচিয়ে তোলা ভারতের এক সাব ইন্সপেক্টরকে নিয়ে টুইটারে বেশ আলোচনা হচ্ছে। যশোদা নামের ওই নারী মন্দির যাওয়ার পথে বানরটিকে দেখতে পান। বৈদ্যুতিকের শক খেয়ে বানরটি মাটিয়ে লুটিয়ে পড়ছিল। তাকে দেখতে ভিড় জমে গেলেও কেউ তাকে সাহায্য করছিল না। পরে যশোদা এগিয়ে যান। প্রথমে বানরটিকে বাসায় নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সেটিকে পশু হাসপাতালে নিয়ে যান। কর্নাটকের কালাবুরাগিতে যশোদার বাসায় বর্তমানে বেশ ভালোই আছে বানরটি। এখনো তার চিকিৎসা চলছে। সূত্র: এনডিটিভি