টাঙ্গাইলের কালিহাতীতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩১ জন।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কালিহাতী থানার কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, সকাল ছয়টার অন্তত ৩৫ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে চারজন মারা যান। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত যাত্রীরা জানান, তারা সকলে প্রাণ আরএফএল কোম্পানির শ্রমিক। ছুটি শেষে গাইবান্ধা থেকে দুটি ট্রাকযোগে অন্তত ১২০ জন সিলেটের উদ্দেশ্যে রওনা দেন। তারা টাঙ্গাইলের কালিহাতী থানার কাছে পৌঁছলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনসুর আলী আরিফ জানান, ভোরে থানার কাছে সেতু পার হওয়ার সময় একটি ট্রাক উল্টে যায়। খবর পেয়ে কালিহাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এর আগে শনিবার ঈদ শেষে কর্মস্থলে ফেরতকালে সড়ক দুর্ঘটনায় সারা দেশে ৫২ জন নিহত হন। আহত হন কমপক্ষে ১৫০ জন।