মেহেদী হাসান মিলন:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে সদাবরী রুম মহল মাঠে ৬ বিঘা জমির পাট জঙ্গলমারা বিষ দিয়ে গত শনিবার রাতে পুড়িয়ে দেবার অভিযোগ উঠেছে।গতকাল রোববার জমির পুরো পাট ক্ষেত পুড়া দেখে হতবাক হয়ে পড়েন জমি মালিক।এর আগেও এই জমিতে পাট ক্ষেত মালিকদের ধান ও মুসুরী পুড়িয়ে দেওয়া হয়।জানা গেছে বুইচিতলা গ্রামের আ:হামিদ গাইনের ৫ ছেলে আ:হান্নান,আলী আহমদ,আ:রহিম,সামাদ,ও রশিদের সাথে একই গ্রামের বজলু গাইনের ছেলে বহুল আলোচিত মিজানুর গাইন,লালু গাইনের ছেলে রায়হান,আশাদুল,তৈমুর, আশাদুলের ছেলে পান্না, রায়হানের ছেলে আকাশের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে।উভয় পক্ষই মামলা মোকদ্দমাতে জড়িয়েছেন।৬ বিঘা জমিটি আলী আহম্মদ গনের ভোগদখলে রয়েছে। তারাই চাষাবাদ করে আসছেন।কিন্তু আলী আহম্মদ গাইন গংয়ের দাবী এই মিজানুরের নেতৃত্বে মিজানুর সহ তার সাঙ্গপাঙ্গরা বার বার ফসল পুড়িয়ে দিয়ে তাদের চরম ক্ষতির সম্মুখীন করছে।এবারও পাট ক্ষেত তারাই পুরিয়ে দিয়েছে জঙ্গল মারা বিষ দিয়ে।মিজানুরের তেমন কোন শাস্তি না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন আলী গাইন গং।তারা বলেন মিজানুর বার বার ফসলের ক্ষতি করেও কি তার কোন শাস্তি হবেনা।মিজানুর এলাকায় প্রতারক হিসাবে পরিচিত।এ বিষয়ে জানতে মিজানুরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। মিজানুরের গংয়ের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যাবস্থা নিতে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপি এম এর আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার সহ সচেতন মহল।
- প্রচ্ছদ
- »
- গ্রাম বাংলা
- »
- কুড়ুলগাছি বুইচিতলায় পূর্ব শত্রুতার জেরে জঙ্গলমারা বিষ দিয়ে ৬ বিঘা জমির পাট পুড়িয়ে দেবার অভিযোগ