গোয়ালন্দে যৌন হয়রানির প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দে যৌন হয়রানির প্রতিবাদ করায় রুমান (২০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর আন্ধার মানিক গ্রামের আবুল কালাম মহুরীর ছেলে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে স্থানীয় কাটাখালী বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রুমনের বন্ধু সুমন বেপারী (২০), ইমন গাজী (২০) ও আকাশ খান নামে ৩ যুবক আহত হয়েছে। আহত সুমন ও ইমনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাজারের দুই দোকানদারকে আটক করেছে।

গোয়ালন্দ হাসপাতালে চিকিৎসাধীন আহত সুমন বেপারী জানায়, বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়ৃয়া তার বন্ধুর এক ভাগনিকে কাটাখালী এলাকার রাসেল নামের এক যুবক যৌন হয়রানি করে আসছিল। সম্প্রতি রাসেল ওই স্কুলছাত্রীকে অপহরণের হুমকি দেয়। এ বিষয়ে সে (সুমন) ওই স্কুলছাত্রী তার ভাগনি হয় বলে রাসেলকে ফোনে যৌন হয়রানি করতে নিষেধ করে। এতে রাসেল ক্ষিপ্ত হয়ে তাকে (সুমন) স্থানীয় কাটাখালী বাজারে এসে স্বাক্ষাতে কথা বলতে বলে। তারা তিন বন্ধু মিলে কাটাখালী আসলে রাসেলের নেতৃত্বে ৭/৮ জন যুবক তাদেরকে এলোপাথারী মারপিট করে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। এসময় সে (সুমন) ফোনে তার বন্ধু রুমানকে এ ঘটনা জানায়। রুমান দ্রুত মোটরসাইকেল নিয়ে কাটাখালী বাজারে চলে আসে। রুমানের উপস্থিতি দেখে রাসেল ও তার সহযোগীরা আরো ক্ষিপ্ত হয়ে রুমানের উপর হামলা চালায়। তারা কাঠের চলা দিয়ে রুমানের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে পাঠায়। হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক এসময় রুমানকে মৃত ঘোষণা করে।

গোয়ালন্দ জরুরী বিভাগের চিকিৎসক ডা. নুরুল ইসলাম জানান, হাসপাতালে আনার পূর্বেই রুমানের মৃত্যু হয়। তার মাথার পেছনের দিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানা ওসি মির্জা একে আজাদ জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য ইতিমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।