কার্পাসডাঙ্গা অফিস:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামে দিল্লি পাড়ায় মুক্তিযোদ্ধা পরিবারকে ভিটা ছাড়া করার পাঁয়তারা সহ মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই পাড়ার মৃত আক্কাস দিল্লির ছেলে তারিক দিল্লি,বজু দিল্লি,বজু দিল্লির ছেলে মিলন দিল্লি,দরুন দিল্লির ছেলে সানোয়ার দিল্লির বিরুদ্ধে।জানা গেছে চন্দ্রবাস গাছ কাটা পাড়ার বীর মুক্তিযোদ্ধা মৃত ইদ্রিস আলী ও তার ভাইয়েরা মিলে হাফিজুদ্দিন ও নজরুলের কাছে ২৯ শতক জমির ভিতর সাড়ে ২৫ শতক ধানী জমি কেনে।যার খাজনা খারিজ সব বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর নামে রয়েছে।কিন্তু তারিক দিল্লি গং এই জমির ভিতর ৪ শতক জমির জাল কাগজ করে নিজেদের দাবী করে বীরমুক্তিযোদ্ধা মৃত ইদ্রিস আলীর ছেলে বসবাস রত শিক্ষক মিজানুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ভিটা ছাড়ার হুমকি সহ বসত বাড়িতে থাকা আনুমানিক ৪৫ হাজার মূল্যর নিম গাছ কেটে নিতে তারিক দিল্লি গং মিলন সহ সাঙ্গপাঙ্গরা মিলে গাছের অর্ধেক সহ পুরো গাছের ডালপালা কেটে ফেলে। শিক্ষক মিজানুর বাধা দিতে গেলে তারিক, মিলন সহ সাঙ্গপাঙ্গরা কুড়াল দিয়ে কুপিয়ে মেরে ফেলার হুমকি দেয় শিক্ষক মিজানুর কে।এ বিষয়ে শিক্ষক মিজানুর বাদী হয়ে তারিক গংয়ের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।শিক্ষক মিজানুর রহমান জানান আমার বাবা বীরমুক্তিযোদ্ধা। আমার পরিবারের উপর তারা অমানুষিক নির্যাতন চালাচ্ছে।আমরা চরম অনিশ্চতায় দিন যাপন করছি।বিষয়টির প্রতি সুনজর দিতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম এর আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার সহ সচেতন মহল।
- প্রচ্ছদ
- »
- গ্রাম বাংলা
- »
- নাটুদাহ চন্দ্রবাসে মুক্তিযোদ্ধা পরিবারকে ভিটাছাড়া করার পাঁয়তারা সহ মেরে ফেলার হুমকি:থানায় লিখিত অভিযোগ