নৈশকোচযোগে ফেনসিডিল ঢাকায় নেয়ার পথে দর্শনার শাহ আলম আটক

স্টাফ রিপোর্টারঃ যখন একের পর এক মাদককারবারী প্রাণ হারাচ্ছে ক্রসফায়ারে তখনও চলছে মাদক পাচার? গতরাত ৯টার দিকে চুয়াডাঙ্গা পূর্বাশা পরিবহনের একটি কোচ তল্লাশি করে ৭৯ বোতল ফেনসিডিল উদ্ধারের পাশাপাশি পাচারকারীকে পাকড়াও করে পুলিশ তখন এ প্রশ্নটি উঠে আসে উপস্থিত সাধারণ মানুষের মাঝে।
আটক ব্যক্তি চুয়াডাঙ্গার দর্শনা মোবারকপাড়ার শাহ আলম (২৫)। সে পিয়ার আলীর ছেলে। দর্শনা থেকে পূর্বাশার একটি কোচযোগে ঢাকার উদ্দেশে রওনা হয়ে চুয়াডাঙ্গা বড়বাজারের কাউন্টারে অবস্থানকালে সে পুলিশের হাতে ধরা পড়ে। গ্রেফতারের পর তাকে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি (অপারেশন) আমির আব্বাস এ অভিযানের নেতৃত্বে ছিলেন। তিনি বলেছেন, রাতে পূর্বাশার একটি কোচে দর্শনা থেকে ঢাকার উদ্দেশ্যে ফেনসিডিলের একটি বড় চালান পাচার করা হচ্ছে বলে গোপনে খবর পেয়ে অনুসন্ধান শুরু করি। দর্শনা থেকে ছেড়ে আসা একটি কোচ রাত ৯টার দিকে বড়বাজার কাউন্টারে থামলে তল্লাশি শুরু করি। একটি ব্যাগে পাওয়া যায় ৭৯ বোতল ফেনসিডিল। ওই ব্যাগপাচারকারী হিসেবে গ্রেফতার করা হয় শাহ আলমকে। মাদক বিরোধী এ অভিযানে এসআই মুহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অংশ নেন। চুয়াডাঙ্গা সদর থানায় গতরাতেই মামলা রুজু হয়েছে। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত শাহ আলমের প্রাথমিক জিজ্ঞাসাবাদ অব্যাহত ছিলো।