চুয়াডাঙ্গায় মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে: জনজীবনে তীব্র গরম অনুভূত হচ্ছে

সাজিদ হাসান সোহাগ, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার উপর দিয়ে কয়েকদিন মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। দিনের বেলা তাপমাত্রা বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে। আর রাতে বাতাসে আদ্রতা বেশি থাকায় তীব্র গরম থাকছে। বৃহস্পতিবার বেলা ৬টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্র রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। রাত ৯টায় বাতাসের আদ্রতা ছিল ৮০ শতাংশ।
দিনের বেলা তাপমাত্রা বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে। রাতে বাতাসের আদ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম লাগছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া সহকারী কর্মকর্তা ছামাদুল হক জানান, বেশ কয়েক দিন চুয়াডাঙ্গার উপর দিয়ে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। জনজীবনে তীব্র গরম অনুভূত হচ্ছে। দিনে তাপমাত্রা বেশি আর রাতে বাতাসের আদ্রতা বেশি থাকাছে। আরও কয়েক দিন তাপমাত্রা বাড়তে পারে। দিনের চাইতে রাতে গরম বেশি অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গা বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ৩টায় বাতাসের আদ্রতা ছিল ৬৫ শতাংশ। রাত ৯টায় বাতাসের আদ্রতা বেড়ে দাড়ায় ৮০ শতাংশে।
শুক্রবার সকাল থেকে তীব্র গরম অনুভূত হচ্ছে। তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা সর্বোচ্চ তাপমাত্রার সমান।
তীব্র গরমে খেঁটে খাওয়া মানুষগুলোকে বেশি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। গরমের কারণে তারা দিনের বেশির ভাগ সময় গাছের নিচে ও ঠান্ডা স্থানে বসে বিশ্রাম নিচ্ছেন।