‘মৌসুমী এখনো জানেন না, হৃদয় মারা গেছে’

হৃদয়কে নিয়ে ১১ দিন আগে রাজধানীর উপকণ্ঠে সাইনবোর্ড এলাকায় বেড়াতে এসেছিলেন তার মা মৌসুমী। কে জানত এই বেড়ানোই কাল হবে ওই মা-ছেলের। চোখের সামনেই হারাতে হবে প্রাণপ্রিয় কোলের ছোট্ট শিশুটি।

আজ বুধবার ভোরে সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে শিশু হৃদয়।

ট্রাকের ধাক্কায় এক বছরের শিশু হৃদয় নিহত হলেও বেঁচে যান তার মা মৌসুমী। তাকে এখন মিরপুরের একটি হাসপাতালের চিকিৎসা দেওয়া হচ্ছে।

হৃদয়ের মামা টোটন মিয়া জানান, মৌসুমী আক্তারের গ্রামের বাড়ি ময়মনসিংহে। ১১ দিন আগে সাইনবোর্ড এলাকায় তার বাসায় ছেলেকে নিয়ে বেড়াতে এসেছিলেন তার বোন মৌসুমী। আজ ভোরে ময়মনসিংহে গ্রামের বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক মৌসুমীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

টোটন মিয়া বলেন, ‘ট্রাকের ধাক্কায় মৌসুমীর কোল থেকে ছিটকে পড়ে আহত হৃদয়ও। আশঙ্কাজনক অবস্থায় মা-ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। পরে ঢামেক হাসপাতাল থেকে মিরপুরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয় মৌসুমীকে। মৌসুমী এখনো জানেন না, হৃদয় মারা গেছে।’