ময়মনসিংহে ব্রিজের নিচে মিলল গুলিবিদ্ধ ২ লাশ

ময়মনসিংহ শহরতলীর চরকালীবাড়ী এলাকায় কেওয়াটখালী রেলওয়ে ব্রিজের নিচ থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন, মুন্না মিয়া (৩৫) ও ইদ্রিস আলী (৪৫)।

মঙ্গলবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে নিহতরা মাদক ব্যবসায়ী। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এই প্রসঙ্গে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, স্থানীয় লোকজন সকালে দুইটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, নিহত মুন্না মিয়ার বিরুদ্ধে মাদক আইনে ১২টি ও ইদ্রিস আলীর বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। পুলিশের ধারণা মাদক ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের গুলিতে তারা মারা যান।