সাতক্ষীরার কালিগঞ্জে বাবার উপর অভিমান করে ছেলের আত্মহত্যা

কালিগঞ্জে বাবার উপর অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ছেলে। নিহতের নাম আল মামুন (২৩)। তিনি কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আব্দুর রউফ শেখের ছেলে। মঙ্গলবার (৫ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের পুকুর পাড়ের গাব গাছে মামুনের মৃতদেহ ঝুলতে দেখা যায়। এরপর গ্রাম পুলিশদেরকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

তারা আরো বলেন, আমরা জেনেছি পারিবারিক বিষয়ে গতকাল বাবার সাথে মামুনের কথাকাটাকাটি হয়। এরপর বাবার উপর অভিমান করে সে আত্মহত্যা করেছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ হতে এখনও কোন অভিযোগ দেওয়া হয়নি। এছাড়া থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।