ট্রেনের অগ্রিম টিকিট পেতে স্টেশনে দীর্ঘ লাইন

১৪ জুন সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ হওয়ায় টিকেটের চাহিদাও বেশি। এজন্য ১৪ জুনের টিকিট পেতে কেউ কেউ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্টেশনেই কাটিয়েছেন নির্ঘুম রাত।

সোমবার দিবাগত রাত থেকেই বাড়তে থাকে টিকিট প্রত্যাশীদের সংখ্যা। সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হলেও তার আগেই লাইন স্টেশনের বাইরে চলে যায়। হাজার হাজার টিকিট প্রত্যাশীদের নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
এদিকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে যেন কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে আইন-শৃংখলা বাহিনীসহ রেলওয়ের নিজস্ব বাহিনী তৎপর রয়েছেন বলে জানিয়েছেন স্টেশন কর্তৃপক্ষ।

এবার ৩০ রোজা পূর্ণ হলে আগামী ১৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হওয়ার কথা। সে হিসেবে ঈদে বাড়ি গমনেচ্ছু যাত্রীদের আজ ৫ জুন ১৪ জুনের এবং ৬ জুন দেওয়া হবে ১৫ জুনের ট্রেনের টিকিট।