চাঁদপুরে নিখোঁজ ৪ শিশুর মরদেহ মিললো পুকুরে

চাঁদপুরের হাজীগঞ্জে রাতে নিখোঁজ হওয়া চার শিশুর মরদেহ ভোরে একটি পুকুরে ভেসে উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার পৌর এলাকার রান্ধনীমুড়া গ্রামের ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত শিশুরা হচ্ছে- রান্ধুনীমুড়া শৃকু কমিশনারের বাড়ির রাহুল (১২), রায়হান (১৩), শামীম (১২) ও লিয়ন (১২)। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, ভোরে ওই পুকুরে এলাকার কয়েকজন নামাজের জন্য অজু করতে গিয়ে মরদেহগুলো ভাসতে দেখেন। এরপরই মরদেহগুলো উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, সোমবার রাতে তাদের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়। ভোরে তাদের মরদেহ পুকুরে ভেসে ওঠার খবর পাই। খবর পেয়ে এসআই জয়নাল আবদীনকে ঘটনাস্থলে পাঠিয়েছি।