কুড়ুলগাছিতে মাদক ব্যবসায়ীর কাছে সাংবাদিক আলম লাঞ্ছিত

ভ্রাম্যমান প্রতিনিধি : গতকাল বেলা সাড়ে ১২.৩০ টার দিকে নতুন খবরের ভ্রাম্যমান প্রতিনিধি মাদক ব্যবসাহীর হাতে লান্চিত হয়েছে। ঘটনার বিবরনে জানাগেছে প্রায় এক সপ্তাহ আগে জনৈক মাদক ব্যবসাহীকে মোবাইল ফোনে তথ্য জানতে চাওয়াই ঐ চিন্হিত মাদক ব্যবসাহী সিন্ডিকেটে লোকেরা দৈনিক নতুন খবর পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি আলমগীর হোসেনের উপরে ফুসলে উঠে। গত সোমবার বেলা ১২.৩০ টার দিকে ওই সিন্ডিগেটের প্রধান হোতা কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুরের গ্রামের হেবার ছেলে মামুন ( ২৪) তার লোকজন নিয়ে এসে কুড়ুলগাছি হাই স্কুল সংলগ্ন কালামের চায়ের দোকানে বসে থাকা অবস্হায় লোহার রড দিয়ে সাংবাদিক আলমের মাথায় আঘাত করে। এই সময় আলম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে য়ায়। তার উপরে বেধড়ক মারপিট করে। স্হানীয় লোকজন ছুটে এসে মামুনকে চেপে ধরে পরবর্তীতে স্হানীয় লোকজন ছুটে এসে আলমগীরকে উদ্ধার করে। মাথায় পানি ঢালার পরে সে স্বাভাবিক অবস্হায় ফিরে আসে। এত ক্ষনে ওই সিন্ডিকেটের লোকজন মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটা মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসীর দাবী সারা বাংলাদেশে যখন মাদক বিরুধী অভিযান চলছে সেই সময় কেমন করে মাদক সিন্ডিকেটের লোকেরা একজন সাংবাদিক কে লান্ছিত করার সাহস পাই। বিষয়টি পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছে সচেতন মহলসহ এলাকাবাসী।