রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত

রাজবাড়ীতে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে বাবুল গাজী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন মো. রহমান ব্যাপারী (৬৫) নামে এক নির্মাণ শ্রমিক। সোমবার সকালে সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া এলাকায় ও একই উপজেলার মিজানপুর ইউনিয়নের কাকিলাদায়ীর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাবুল সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া এলাকার মোতালেব গাজীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক। আহত রহমান ব্যাপারী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কাকিলাদায়ীর এলাকার মৃত গনি ব্যাপারীর ছেলে।

জানা যায়, সকালে বাবুল গাজী তার নিজের ঘরের টিন পরিবর্তন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকৃত ঘোষণা করেন।

পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আলমগীর এর সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়া ওই সময়েই জেলা শহরের বাজার এলাকার একটি তিনতলা ভবনে শ্রমিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন রহমান ব্যাপারী। এ সময় তার মাথার অনেকটা অংশ কেটে যায় এবং হাতে আঘাত লাগে। পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. নাহিদ রায়হান জানান, বাবুলকে মৃত অবস্থায় হাসতাপালে আনা হয়েছে এবং রহমান ব্যাপারীকে হাসপাতালে আনার পর চিকিৎসা সেবা দিয়ে ওয়ার্ডে পাঠানো হয়েছে। তবে তার মাথায় আঘাত লেগেছে কিন্তু তিনি এখন আশঙ্কা মুক্ত।