দর্শনায় সাড়ে ১৬ কেজি রুপাসহ চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গার দর্শনা-মদনা সড়কে অভিযান চালিয়ে সাড়ে ১৬ কেজি রুপা সহ উজ্জ্বল (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল রবিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন খবরের ভিত্তিতে দর্শনা বিজিবির টহল কমান্ডার সাইফুল ইসলাম সহ বিজিবির সদস্যরা সড়কে ওত পেতে থাকে। এ সময় দর্শনার কেরুজ চিনিকলের শ্রমিক আলম আলীর ছেলে উজ্জ্বল মোটরসাইকেলযোগে আসার সময়ে তাকে গতিরোধ করে। মোটরসাইকেলের রাখা ব্যাগ তল্লাশি করে সাড়ে ১৬ কেজি রুপা ও মোটরসাইকেলটি জব্দ করা হয়। আটককৃত উজ্জ্বলকে রাতেই দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান টহল কমান্ডার সাইফুল ইসলাম।