পটলের সঙ্গে শত্রুতা : সব হারিয়ে চাষির আত্মহত্যার চেষ্টা

যশোরের শার্শায় কন্দর্পপুর গ্রামে শুক্রবার রাতে এক চাষির দেড় বিঘা জমিতে আবাদ করা পটল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকালে কৃষক তরিকুল কাটা গাছগুলো দেখে কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনার পর তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন।

তরিকুলের চাচা ইনছার আলী বলেন, সে এখন উন্মাদ হয়ে বারবার আত্মহত্যার চেষ্টা করছে। অনেক কষ্ট করে সে পটল আবাদ করেছিল। নিজে খেটেছে। ধারদেনা করেছে। এখন কী হবে সেটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে।

কৃষক তরিকুল কান্নাজড়িত কণ্ঠে জানান, নিজের জমিজমা না থাকায় দেড় বিঘা জমি লিজ নিয়ে ধারদেনা করে পটল চাষ করেছেন। দুই চালান পটল তুলে বিক্রিও করেছেন। সারাবছর কয়েক লাখ টাকার পটল বিক্রি হত। শত্রুতা করে দুর্বৃত্তরা তার জমির সমস্ত পটল গাছগুলো কেটে দিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে।

এ ঘটনায় তরিকুলের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। নিরুপায় হয়ে ভুক্তভোগী তরিকুল ইসলাম ও তার পরিবার সুবিচার পাওয়ার আশায় এখন জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছেন।

গোড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, তরিকুলের বিষয়টি আমরা তদন্ত করছি। দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ওসি লুৎফর রহমান বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।