সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ, নিহত ৩

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো তিন জন।

রোববার সকাল ৯টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সলঙ্গা থানার দাদপুরে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এরমধ্যে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।