নোয়াখালীতে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

নোয়াখালীর সদর উপজেলার ডাক্তার বাজারের কাছে সিএনজি চালিত অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে ২ জন নিহত হয়েছে।

আজ রোববার সকালে সদর উপজেলার ডাক্তার বাজারের কাছে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরো দুই জন।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, রোববার ভোরে লক্ষ্মীপুরের রামগতি থেকে একটি সিএনজি অটোরিকশা নোয়াখালী জেলা সদরের সোনাপুরের উদ্দেশ্য ছেড়ে আসে। পথে সোনাপুর-আলেকজান্ডার সড়কের ডাক্তার বাজারের কাছে পৌঁছলে অটোরিকশাটি গাছের সাথে ধাক্কা লেগে আগুণ ধরে যায়।

এ সময় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যায়। আহত অবস্থায় অপর তিন যাত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার সময় আরো একজনের মৃত্যু হয়।