ঝিনাইদহে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবক মো. ওয়াসিম (২৬) উপজেলার অন্ততপুর গ্রামের মো. ইদু ফকিরের ছেলে।

মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, ওয়াসিমকে রাতে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে নিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে যায় তারা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়না তদন্তের জন্য শনিবার সকালে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।