ঢাকার নবাবগঞ্জে দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে বাবার কান-জিহ্বা কেটে দিয়েছেন ছেলে। রোববার রাত ২টার দিকে উপজেলার বাহ্রা ইউনিয়নের আলগীচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আমিন উদ্দিন। ৫২ বছর বয়সী আমিন বাহ্রা ইউনিয়নের আলগীচর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ১৯ বছর বয়সী আরমান তারই ছেলে।
জানা গেছে, স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় তিন মাস আগে আরমানের মা মারা যান। পরে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন আমিন। এ নিয়ে রোববার রাত পৌনে ৯টার দিকে বাবার সঙ্গে ছেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিছানায় আগুন দেন আরমান। এ সময় বাবার চিৎকারে পানি ঢেলে আগুন নেভান আশপাশের লোকজন। পরে ছেলেকে ঘর থেকে বের করে দিয়ে ঘুমিয়ে পড়েন বাবা।
এরই জেরে রাত ২টার দিকে সিঁধ কেটে ঘরে ঢুকে ছুরি দিয়ে বাবার কানের অর্ধেক অংশ কেটে ফেলেন আরমান। এছাড়া ছুরি দিয়ে শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে জিহ্বাও কেটে যায়। পরে আমিনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আরমান পালিয়ে যান। এরপর আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
নবাবগঞ্জ থানার এসআই সোহেল মুফতি বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।