হি’জ’ড়া সেজে চাঁদাবাজি, গ্রেফতারের পর জানা গেল তারা পুরুষ

পাবলিক বাসে চাঁ;দাবাজির অভিযোগে চার হিজড়াকে গ্রেফতা;রের পর জানা গেল তারা পুরুষ। হিজড়া সেজে তারা চাঁদা;বাজি করতো। শনিবার রাজধানী উত্তরায় সকাল সাড়ে ১০টার দিকে উ;ত্তরা ৭ নং সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফ;তার করা হয়।

এই তথ্য নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। গ্রে;ফ;তার ছদ্মবেশী হিজড়ারা হলেন মৌসুমী হিজড়া (৩২), অনিকা হিজড়া (১৯), তুলী হিজড়া (২৪) ও দুলী হিজড়া (২৫)।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, তারা দীর্ঘদিন ধরেই এই এলাকায় বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করতেন। দাবিকৃত টাকা না দিলে তারা কাউন্টার এবং গাড়িতে তাণ্ডব চালাতেন। যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন।

জানা যায়, আজ সকালে অ;ভিযুক্তরা উত্তরা ৭নং সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে এনা পরিবহনের ম্যানেজার জিয়াউল হকের কাছে দুই হাজার টাকা চাঁ;দা দাবি করেন।

তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ শুরু করেন। এক পর্যায়ে জিয়াউল হক ৫০০ টাকা দিতে রাজি হন। কিন্তু হিজড়ারা তাদের দাবি করা টাকার জন্য অনঢ় থাকেন।

এক পর্যায়ে তারা জিয়ার পকেট থেকে ১০১০ টাকা নিয়ে নেন এবং আরও ৪৯০ টাকার জন্য কাউন্টারজুড়ে হৈ হুল্লোড় করতে থাকেন। শেষে জিয়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ জনকে গ্রে;ফতা;র করে। তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান ওই কর্মকর্তা।

সূত্রঃ ডেইলি বাংলাদেশ