কী লেখা ছিল সবুজ রঙের সেই ‘চিরকুটে’

রাজধানীর দক্ষিণখানে ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে এক তরুণী আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে নিজের বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে একটি চিরকুট লিখেছেন তিনি।
শনিবার সন্ধ্যার এ ঘটনায় নিহতের বাবা শাহিন আলমকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে ঘটনাস্থল থেকে একটি সবুজ রঙের চিরকুট পেয়েছে পুলিশ। এতে লেখা- ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সঙ্গে থাকা যায়, কিন্তু অমানুষের সঙ্গে না।’ চিরকুটে আরো লেখা, ‘একজন অত্যাচারী এবং রেপিস্ট, যে কাজের মেয়েকেও ছাড়েনি।’

পুলিশ সূত্র জানিয়েছে- নিহতের বাবা শাহিন আলমের সঙ্গে কিছুদিন আগে মায়ের বিচ্ছেদ হয়। এরপর দ্বিতীয় বিয়ে করেন শাহিন। এ নিয়ে পারিবারিক অশান্তিতে মানসিক সমস্যায় ভুগছিলেন ঐ তরুণী। তার চিকিৎসা সংক্রান্ত প্রেসক্রিপশনও পেয়েছে পুলিশ।

দক্ষিণখান থানার ওসি মামুনুর রশিদ জানান, কাপড় শুকোনোর কথা বলে ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীর কাছ থেকে চাবি নিয়ে ১০ তলার ছাদে যান ঐ তরুণী। এরপরই ছাদ থেকে ঝাঁপ দেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক অশান্তি এবং মানসিক সমস্যার কারণে আত্মহত্যা করেছেন ঐ তরুণী। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।