সৌদি প্রবাসীকে হ’ত্যা, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে সৌদি প্রবাসী মহিউদ্দিন হ’ত্যা মামলায় চারজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ জুন) নোয়াখালীর অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতের বিচারক মো. ফখরুল উদ্দিন এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মিলন (৩৬), পলাশ (৩৩), শেখ ফরিদ (২৯) ও আব্দুল মান্নান (২৬)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি উপজেলার ছয়ানী ইউনিয়নের আবুল বাশার বাড়ি নির্মাণ করতে গেলে মিলন ও পলাশের সঙ্গে সীমানা নিয়ে বিরোধ দেখা দেয়।

পরে বিরোধপূর্ণ জায়গায় আদালত থেকে ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু মিলন, পলাশ, শেখ ফরিদ ও আব্দুল মান্নান বাড়ি নির্মাণের জন‌্য খোঁড়া গর্ত মাটি দিয়ে ভরাট করতে শুরু করেন।

এসময় বাশার ও তার ছোটভাই সৌদি প্রবাসী মহিউদ্দিন বাঁধা দিলে মিলন, পলাশ, শেখ ফরিদ ও মান্নান মহিউদ্দিনকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই আবুল বাশার বাদী হয়ে ১৩ জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

বাদী পক্ষের আইনজীবী আব্দুর রহমান টিংকু বলেন, ‘রায় ঘোষণার সময় মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি পলাশ আদালতে উপস্থিত ছিলো। সাজাপ্রাপ্ত বাকি তিন আসামি পলাতক রয়েছেন। একইসঙ্গে মামলা থেকে ৯ জনকে খালাস দেওয়া হয়েছে।’