শাহ আমানতে ৩৪টি স্বর্ণের বারসহ দুবাইফেরত যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪টি স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ একজনকে আটক করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে এসব জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে ওই যাত্রীর পরিচয় জানা যায়নি।

বিমানবন্দর কাস্টমসের একজন কর্মকর্তারা জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার এক যাত্রীর কাছ থেকে ওই স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ৩৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ওই যাত্রীকে।

বুধবার (১ জুন) সকাল ৯টার দিকে শারজাহ থেকে ফ্লাইটের এক যাত্রীর লাগেজ তল্লাশি করে এই স্বর্ণের বার জব্দ করে বিমানবন্দর শুল্ক গোয়েন্দারা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে শারজাহ থেকে আসা এক যাত্রীর সন্দেহজনক গতিবিধি দেখে তার লাগেজ তল্লাশি করেন শুল্ক গোয়েন্দারা। এই সময় তার লাগেজের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। ওই যাত্রীকেও আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।