স্বামী টাকা পাঠাননি, তিন সন্তানকে বিষ খাওয়ালেন মা

স্বামী প্রায় ৫ বছর বিদেশে কর্মরত । সাত মাস বাড়িতে কোনও টাকা পাঠাননি। তাই অর্থের অভাব দেখা দিয়েছিল। এই নিয়ে স্বামীর সঙ্গে অশান্তি হয় স্ত্রীর। তার জেরে তিন সন্তানকে কীটনাশক খাইয়ে আত্মহত্যার চেষ্টা করল মা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বীরভূমের কীর্ণাহারের কালীনগর গ্রামে। বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ১০ ও ১৩ বছরের দুই মেয়ের। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি মা ও ৮ বছরের ছেলে।

পুলিশ জানিয়েছে, কালীনগরের এই পরিবারের চার সদস্য বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। মৃতের নাম হাসি খাতুন (‌১৩)‌। আর এক মেয়ে খুশি খাতুন (‌১০)‌ মারা গিয়েছে। আর মা সেরিনা বিবি এবং ছেলে ইরফান শেখ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।

পরিবার সূত্রে খবর, মহিলার স্বামী পাঁচ বছর ধরে সৌদি আরবে কর্মরত। সাত মাস ধরে টাকা–পয়সা পাঠানো বন্ধ করে দিয়েছে। এই নিয়ে শুক্রবার রাতে ফোনে স্বামীর সঙ্গে অশান্তি চরমে ওঠে। তার জেরেই তিন ছেলেমেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মা। ফোনে কড়া ভাষায় ঝগড়া করেন স্বামী।পুলিশ জানিয়েছে, সম্পর্কের চরম অবনতি বুঝতে পেরে চরম পথকেই বেছে নেয় স্ত্রী সেরিনা বিবি।

রাতেই তিন সন্তানকে খাবারের সঙ্গে কীটনাশক খাইয়ে দেন তিনি। তারপর নিজেও কীটনাশক খেয়ে আত্মহত্যার পথ বেছে নেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় দুই মেয়ের। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।