ছেলের স্ত্রীর সঙ্গে ঘৃণ্যকর্ম, শ্বশুর গ্রেপ্তার

ময়মনসিংহের তারাকান্দায় পুত্রবধূকে ধ’র্ষণের অভিযোগে তার শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ মার্চ) সিলেট শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবুল মিয়া তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের বাসিন্দা। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধ’র্ষণের অভিযুক্ত আসামি বাবুল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও থানা সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি ওই গৃহবধূকে বড়ির পাশে সেচ মোটর ঘরে নিয়ে যান শ্বশুর। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনা কাউকে বললে ওই নারীকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন বাবুল।

পরে ৯ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারী বাদী হয়ে বাবুল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগ তদন্ত করে ধ’র্ষণের সত্যতা পায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক সাইদুর রহমান বলেন, গোপন সংবাদে তথ্য মেলে আসামি বাবুল সিলেটে আছে। অভিযান চালিয়ে সিলেটের কোতোয়ালি থানার বাগবাড়ী থেকে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।