স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই বখাটের কারাদণ্ড

নওগাঁর রাণীনগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে দুই বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো এ কারাদন্ড প্রদান করেন।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সদরের পূর্ব বালভরা গ্রামের শান্ত ইসলাম ও খট্টেশ্বর গ্রামের এরশাদ সরদার।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে শিশু দিবসের র‌্যালী শেষে উপজেলা গোল চত্বর থেকে ভ্যানে কয়েকজন ছাত্রী স্কুলে ফিরে যাচ্ছিলো। ছাত্রীরা ভ্যানে উঠার পর থেকেই তাদের পিছু নেয় বখাটে শান্ত ও এরশাদ।

তারা ছাত্রীদের বিভিন্নভাবে উক্ত্যক্ত করতে শুরু করেন। এমন অবস্থায় ত্রীমোহনী এলাকায় স্কুল ছাত্রীরা পৌঁছালে দুই বখাটে আবার ছাত্রীদের উক্ত্যক্ত করে। এ সময় ওই ছাত্রীদের শিক্ষক প্রতিবাদ করলে তারা দুজন শিক্ষককে মারপিট করতে লাগলে শিক্ষক ও স্থানীয়রা দুই বখাটেকে আটক করে পুলিশে দেয়।

ওসি আরও জানান, পুলিশ তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক দুই বখাটে শান্ত ও এরশাদকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত দুজনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সূত্র : ঢাকাটাইমস