জুতার ভেতরে করে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে মাহমুদুল হক (৪২) নামে এক স্বর্ণ চোরা কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় এ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার রারিরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত স্বর্ণ চোরাকারবারি কাছ থেকে ২০ টি স্বর্ণেল বার উদ্ধার করে পুলিশ। প্রতিটি বারে ১০ ভরি মতো স্বর্ণ আছে। সে হিসাবমতে, ২০টি বারে সোয়া দুই কেজি স্বর্ণ বা ২শ ভরি পাওয়া গেছে। যার আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।
স্কচটেপে মুড়িয়ে বিশেষ কৌশলে জুতার ভিতরে করে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল চোরাকারবারি।আটক মাহমুদুল হাসান চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ছোটবারকোনা গ্রামের আব্দুল সবুরের ছেলে। চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মহাসড়কে অবস্থান নেয়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটির গতিরোধ করার সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে যায় ওই চোরাকারবারি। পরে তার দেহ তল্লাশি করে দুই পায়ের জুতার ভিতর থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ।