গত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা বিমানবন্দর বহির্গমন টার্মিনাল থেকে রাকিব হোসেন (৩১) নামে এক যাত্রীকে আটক করা হয়।
গালফ এয়ারের (জিএফ ২৫১) একটি ফ্লাইটযোগে ঢাকা থেকে ভোর রাত ৫টা ৪০ মিনিটে বাহরাইন হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিলো আ’টককৃত রাকিব হোসেনের।
সে সময় তেঁতুলের আচারের দুইটি বড় বয়ামে ৯ হাজার ৮ শত পঁচাশি পিস ই’য়া’বা পাওয়া যায়, যার বাজার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা বলে জানা গেছে। আটককৃত রাকিবের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে।
জি’জ্ঞাসাবাদে সে জানায় নাজমুল (৩০) নামের ট্রাভেল এজেন্সির এক ব্যক্তি তাকে এই ই’য়া’বাসহ আ’চারের বয়াম দিয়েছে। নাজমুলসহ আরও অজ্ঞা’তনামা ব্যক্তিকে এই মামলার এজাহারভুক্ত করা হয়েছে।