যু’বকের হাতে ই’য়া’বা তুলে দিলেন মা’দ’ক নিয়ন্ত্রণ কর্মকর্তা, ভিডিও ভাইরাল

বরিশালে এক যুবককে আ’ট’কের পর তার হাতে ‘ই’য়া’বা দিয়ে মা’দ’কদ্র’ব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অফিস কক্ষে নি’র্যা’ত’নের ভিডিও ফাঁস হয়েছে। অকারণে নি’র্যা’তন করা হয়েছে বলে দাবি ভু’ক্তভো’গী যু’বক মারুফ সিকদারের। এ ঘ’টনার বিচার দাবি করেছেন স্থানীয়রা।

ভিডিওতে দেখা যায় যু’বকের হাতে হ্যা’ন্ডকা’ফ। এর মধ্যেই হাতে তুলে দেওয়া হয় কয়েক পিস ই’য়া’বা। এরপর ওই ই’য়া’বা গুন’তে বলা হয়। নি’র্যা’ত’নের এক পর্যায়ে পানি চাইলে করা হয় নি’ষ্ঠু’র আ’চ’রণ। সঙ্গে ছিল অশ্রাব্য ভাষায় গা’লাগা’ল।

পাশেই লা’ঠি হাতে দাঁড়িয়ে মা’দ’ক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদার। ভিডিও ফুটেজে দেখা যায়,আব্দুল মালেক আটক মারুফ সিকদারকে নি’র্যা’ত’ন করেন এবং তিনিই মারুফের হাতে ই’য়া’বা তুলে দেন।

নি’র্যা’ত’নের কথা স্বীকর করেন মারুফ। তবে ১৭ দিন হাজতবাসের পর কা’রাগা’র থেকে মুক্ত হলেও ফের হ’য়রা’নির আ’শঙ্কা’য় তেমন কিছু বলতে চাননি তিনি।

তবে ওই যু’বককে সা’ক্ষীদের সামনে ই’য়া’বাসহ আ’টক করার দাবি করেন মা’দ’কদ্রব্য নি’য়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদার। নি’র্যা’ত’ন কিংবা ইয়াবা দিয়ে ফাঁ’সা’নোর অভি’যোগ অস্বী’কার করেন তিনি।

অধিদফতরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুণ্ডু বলেন, এ ঘ’টনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গত বছর ২২ সেপ্টেম্বর নগরীর কাউনিয়া বিসিক রোড থেকে মারুফ সিকদার নামে ওই যুব’ককে আ’টক করে ‘মা’দ’কদ্র’ব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। সেই রাতেই ঘটে এই নি’র্যা’তনের ঘ’টনা। তবে ইয়াবা উদ্ধারের অভি’যোগে ওই রাতেই বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় মামলা দায়ের হয়। ওই মামলায় ১৭ দিন কা’রাভো’গের পর জা’মিনে মুক্তি পায় মারুফ।

দিনমজুর বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে মারুফ ছোট। মা’দ’ক উদ্ধারের ওই মামলায় মারুফের পরিবার মা’দ’কদ্র’ব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সঙ্গে আ’পসের চেষ্টা করছে বলে জানিয়েছে এলাকাবাসী।

ভিডিও দেখুন এখানে ক্লিক করে