আবাসিক হোটেলে অ’নৈতি’ক কাজ, নারীসহ সাতজনকে দ’ণ্ড

বগুড়ার আদমদীঘিতে দুইটি আবাসিক হোটেলে অ;নৈতি;ক কাজে জড়িত থাকার দায়ে খদ্দেরসহ সাতজনকে জ;রিমানা এবং মুন বোডিং সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক এই অভিযান চালান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুরের বিন্টপাড়ার নিলা আক্তার, যশোহরের জিগরগাছা উপজেলার উজ্জালপুর গ্রামের রিমা আক্তার , রংপুরের পীরগাছা উপজেলার দশগ্রামের তানিয়া আক্তার, বগুড়া সদরের বাদুরতলা আদর্শ স্কুলপাড়ার ইয়াছমিন

আক্তার, পারনওগাঁ দক্ষিণ পাড়ার আরিফ হেসেন, আদমদীঘির সান্তাহার হাটখোলার রনি হাসান ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মান্ধাগ্রামের আজাদ হোসেন।

পুলিশ জানায়, রোববার ১ ঘণ্টা ভ্রাম্যমাণ আদালতের অ;ভিযান পরিচালনা করা হয় আদমদীঘি সান্তাহার মুন ও পলাশ

আবাসিক হোটেলে। অভিযান চালিয়ে হো;টেলের বিভিন্ন কক্ষে অ;নৈ;তিক কার্য;কলাপে জড়িত থাকায় ব্যক্তিদের ঘটনাস্থলে

ভ্রাম্যমাণ আদালত চার নারীকে ৪ হাজার টাকা ও তিনজন খ;দ্দে;রে;র ১৫ হাজার টাকা জরি;;করেন নির্বাহী ম্য্যাজিষ্ট্রেট মাহবুবা হক।