করোনা পরীক্ষার ফি বাতিলের দাবি ওয়ার্কার্স পার্টির

করোনা ভাইরাস শনাক্তকরণে ফি বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক কিশোর রায়। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেন দীর্ঘ চার মাস ধরে ঢাকার নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের আয়-রোজগার বন্ধ থাকায় এমনিতেই জীবন-জীবিকা দুর্বিষহ হয়ে পড়েছে। এর ওপর করোনা ভাইরাস পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে।
এদিকে করোনা পরীক্ষায় ফি নির্ধারণ মানবতা পরিপন্থী ও গণবিরোধী বলে দাবি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের। দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া গতকাল এক বিবৃতিতে বলেন, এ মহামারীর মধ্যে মানুষ না খেয়ে আছে। এক মুঠো আহারের জন্য আজকে নিরন্ন অসহায় কর্মহীন মানুষ দ্বারে দ্বারে ঘুরছে। এ অবস্থায় করোনা পরীক্ষার জন্য ২০০-৫০০ টাকা ফি নির্ধারণ সরকারের গণবিরোধী অবস্থানের নগ্ন বহিঃপ্রকাশ। এতে নিম্ন আয়ের মানুষ উপসর্গ থাকার পরও করোনা পরীক্ষা করাবে না। ফলে সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাবে।