শাকসবজি জীবাণুমুক্ত করার পণ্য বাজারে

‘মেডিকার সেফলাইফ ভেজি ওয়াশ’ নিয়ে আসার মাধ্যমে ফল ও শাকসবজি হাইজিন ক্যাটাগরির পণ্যের জগতে প্রবেশ করেছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।

চলমান বৈশ্বিক মহামারি কভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে বর্তমানে মানুষের জীবনে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে স্বাস্থ্যবিধি। এই অত্যাবশ্যক প্রয়োজনটি বিবেচনা করে ফল ও শাকসবজি জীবাণুমুক্ত করার জন্য ম্যারিকো প্রাকৃতিক ও শতভাগ নিরাপদ উপাদান সমৃদ্ধ পণ্য নিয়ে এসেছে।

মেডিকার সেফলাইফ ভেজি ওয়াশ খাদ্যের গুণাগুণ অক্ষুণ্ন রেখে ফল ও শাকসবজির গায়ে লেগে থাকা সব জীবাণু, ব্যাকটেরিয়া, রাসায়নিক, মোম ও মাটির বিরুদ্ধে সমানভাবে কার্যকর। এ ছাড়া এটি শতভাগ হালাল উপাদান দিয়ে তৈরি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মেডিকার সেফলাইফ ভেজি ওয়াশে কোনো ক্ষতিকর প্রিজারভেটিভ নেই। এই ক্যাটাগরিতে এটি সাবান, ক্লোরিন ও অ্যালকোহলমুক্ত একটি পরিচ্ছন্নতা সমাধান।