শিবচরে সরকারের ১০ টাকা দরের চাল মজুদের দায়ে ডিলার আটক

মাদারীপুর জেলার শিবচরের শেখপুর বাজারে এক ডিলারের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে নেয়া ১০ টাকা মূল্যের ৬৮ বস্তা চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে প্রশাসনের একটি দল।

শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শেখপুর বাজারে প্রশাসনের একটি দল অভিযান পরিচালনা করে ওই চাল উদ্ধার করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেখপুর বাজারের আবু বক্কর সিদ্দিকী মাসুম মোল্লা নামের এক ব্যবসায়ী সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরের ৬৮ বস্তা চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অন্যত্র মজুদের জন্য সরিয়ে নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি দল।

এসময়ে অভিযান চালিয়ে অন্য একটি দোকান থেকে উদ্ধার করে আবু বক্কর সিদ্দিকীর মালিকানাধীন ৬৮ বস্তা চাল। ওই ব্যবসায়ীর এই চাল অন্যের দোকানে সরিয়ে রেখে বেশি দামে বিক্রির উদ্দেশ্য ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়, অভিযানে অন্যদের মধ্যে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, মাদারীপুর র‌্যাব-৮ এর একটি দল ও ওসি আবুল কালাম আজাদ।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী মাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, গোপন খবরের উপরে ভিত্তি করে জানতে পারা যায় ঐ বাজারে কিছু চাল অন্যত্র বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। আমার রাতেই সেখানে অভিযান চালিয়ে আবুবক্কর সিদ্দিক নামের একজনকে আটক করি ৬৮ বস্তা চালসহ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, চালের ডিলারকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

সূত্রঃ বাংলানিউজ২৪