‘নারীদের যৌন শক্তি বাড়াতে বাজারে এলো ভায়াগ্রা‍‍ ভাইলেসি`, শুরুতেই রমরমা ব্যবসা

ঢাকা: শারিরীক মিলনের প্রতি আকর্ষণ হারানো নারীদের জন্য এলো বিশেষ ওষুধ ‘ভাইলেসি’৷ প্যালাটিন টেকনোলোজিস ও অ্যামাগ ফার্মাসিউটিক্যালেসের তৈরি ওষুধটির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷

২১শে জুন দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এটি বাজারে ছাড়ার অনুমতি দেয়৷

এই থেরাপিকে অনেকেই ‘নারীদের ভায়াগ্রা’ হিসেবে দেখছেন৷ বিশেষজ্ঞদের মতে, ভাইলেসি নামের এই ওষুধটি অনেক নিরাপদ এবং কার্যকর, যা নারীদের যৌন অনুভূতি আবারো ফিরিয়ে আনতে সক্ষম৷

ভাইলেসির রাসায়নিক নাম ব্রেমেলানোটাইড, যা মস্তিষ্কের যৌন তাড়না জাগানোর অংশটিকে সক্রিয় করে তোলে৷ ফলে যারা আগ্রহ হারিয়ে ফেলছেন, তাদের আবারো যৌন অনুভূতি তৈরি হয়৷

নতুন আসা এই ওষুধটির প্রতিদ্বন্দ্বী স্প্রাউট ফার্মাসিউটিক্যালসের ‘অ্যাডি’৷ অ্যাডি মূলত পিল, যা দিনে একবার সেবন করতে হয়৷ তবে ওষুধটি নিলে অ্যালকোহল নেয়া যাবে না৷ ২০১৫ সালে এইচএসডিডি এটির অনুমোদন দিয়েছে৷ আগামী সেপ্টেম্বর থেকে এটি বাজারে আসার কথা৷ তবে আডি নিয়ে কিছু সমালোচনাও আছে৷ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনস্ট্রেশন (এফডিএ) জানিয়েছে, এটি কম কার্যকর এবং কিছুটা অনিরাপদ৷ কিন্তু অ্যাডভোকেসি গ্রুপের চাপে অনুমতি পেয়েছে অ্যাডি৷

ভাইলেসিকে এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা৷ কারণ, এটি প্রয়োগে অ্যালকোহল গ্রহণে কোনো বাধা নেই৷ অ্যাডির বিপরীতে কিছু বাড়তি সুবিধা আছে৷ সহনশীল মাত্রার পার্শ্ব প্রতিক্রিয়া, দ্রুত কাজ করা ক্ষমতা আর প্রতিদিন নিয়ম করে খাওয়ার বিড়ম্বনা নেই- এসব বিবেচনায় ভাইলেসি এগিয়ে থাকছে৷ পার্শ্বপ্রতিক্রিয়া বলতে হালকা থেকে মাঝারি বমি ভাব হতে পারে৷ তবে সেটাও খুব বেশি সময় ভোগাবে না৷ আর এই বমি ভাবটা আসতে পারে প্রথম তিন ডোজের বেলায়৷

শারীরিকভাবে মিলিত হবার অন্তত ৪৫ মিনিট আগে উরুতে কিংবা পেটে ইনজকশন আকারে এই ওষুধটি গ্রহণের পরামর্শ দিয়েছে এফডিএ৷ ২৪ ঘণ্টায় একবার এবং মাসে আট বারের বেশি না নেয়ার পরমার্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি৷

ওষুধটি বাজারে ছাড়তেই বেশ রমরমা অবস্থা দুই প্রতিষ্ঠানের৷ ধারণা করা হচ্ছে বছর শেষে বিক্রির পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে৷ এর মধ্যে প্যালাটিনের শেয়ার একলাফে বেড়েছে ৪৪ শতাংশ৷ আর অ্যামাগের শেয়ার বেড়েছে ১১.৫ ভাগ৷