ছোট বোনের প্রেমে পড়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে শ্যালিকার সঙ্গে পরকীয়ার কারণে স্ত্রী আফজুন বেগমকে (৩২) হত্যা করেছে স্বামী। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী মো. মোকতার হোসেনকে আটক করেছে।

রোববার (৩০ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে নিহতের বাবা মো. ইসমাইল ফরাজী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে বোরহানউদ্দিন উপজেলার ফুল কাচিয়া গ্রামের মো. ইসমাইল ফরাজীর মেয়ে আফজুন বেগমের সাথে একই উপজেলার মফিজল ডাক্তারের ছেলে মো. মোকতার হোসেনের বিয়ে হয়। তাদের ঘরে মো. সুমন (১২) ও সায়ান (৯) নামের দুটি ছেলে সন্তান রয়েছে। গত কয়েক মাস ধরে স্বামী মোকতার হোসেন আফজুনের ছোট বোনের সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে।

এ নিয়ে প্রায়ই তাদের সংসারে ঝগড়া-বিবাদ চলে আসছে। গত রোজার মাসে মোকতার হোসেন তার শ্যালিকার গায়ে হাত দিলে পরিবারের লোকজন তা দেখে ফেলে। পরে উভয়কে সতর্ক করা হয়। কিন্ত এতেও মোকতার পরকীয়া থেকে সরে আসেনি।

সর্বশেষ রোববার দিবাগত রাতে মোকতার হোসেন তার ঘুমন্ত স্ত্রীকে হত্যা করে। পরে আশপাশের লোকজন টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এবং সকালে স্বামী মোকতার হোসেনকে আটক করে।

নিহতের পরিবারের দাবি মূলত শ্যালিকাকে বিয়ে করার জন্যই মোকাতার হোসেন তার স্ত্রী আফজুন বেগমকে পরিকল্পিত হত্যা করেছে।

এব্যাপারে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাইমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এবং নিহতের পরিবারে মামলার ভিত্তিতে স্বামী মো. মোকতার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।