এই মাত্র পাওয়া সারাদেশে হরতালের ডাক!

সের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৭ জুন রাজধানীসহ সারাদেশে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল আহ্বান করেছে বামজোট। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

এর আগে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বামপন্থি দলগুলো। বাম নেতারা বলেছেন, সরকারের দুর্নীতি ও লুটপাটের দায় জনগণের ওপর চাপাতে বিইআরসি এমন অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। অনতিবিলম্বে গণবিরোধী এ সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির মাধ্যমে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য করা হবে।

গতকাল রোববার পৃথক বিক্ষোভ সভা-সমাবেশ ও বিবৃতিতে নেতারা এসব কথা বলেন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ সোমবার থেকে গৃহস্থালিতে ব্যবহূত গ্যাসের দাম এক বার্নার চুলার জন্য ৯২৫ টাকা ও দুই বার্নার চুলার জন্য ৯৭৫ টাকা ধার্য করার সিদ্ধান্ত জানানোর পর তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানায় বাম দলগুলো।