চট্টগ্রামে আধিপত্যবিছতারে এবার চট্টগ্রামে বিশ্ব কলোনিতে মহসীন নামে এক যুবক কে দিন দুপুরে প্রকাশ্য কুপিয়ে ও স্টাম দিয়ে পিটিয়ে আহত করেছে পতিপক্ষ। গতকাল ৩০ জুন রবিবার বিকেল ৫ ঘটিকায় বিশ্ব কলোনি এন ব্লকে এ ঘটনা ঘটে।
এদিকে আহত মহসীন ৯ নং উত্তর পাহাড়তলি আওয়ামীলীগ নেতা সরোয়ার মোরশেদ কচি সমর্থক। স্থানীয়রা জানান বিকেল আনুমানিক ৫ টার দিকে একদল সন্ত্রাসী মহসীনের উপর অতর্কিত হামলা করে এলোপাথাড়ি কুপায় ও স্টাম দিয়ে পিটিয়ে যখম করে চলে যায়
এরপর স্থানীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জান। নাম প্রকাশে অনিচ্ছুক একাদিক স্থানীয় বাসিন্দা জানান বেশকিছুদিন ধরে স্থানীয় কাউন্সিলর জহরুল আলম জসিমের সমর্থক ও আওয়ামীলীগ নেতা সরোয়ার মোরশেদ কচি সমর্থকদের মধ্য আধিপত্য বিছতারকে কেন্দ্র করে রেষারেষি ছিল।
এর আগে গত ২৯জুন রাতে মহসীন ও কাউন্সিলর সমর্থক যুবলীগ নেতা জুয়েলের সাথে বাকবিতণ্ডায় জড়ায় সেই ঘটনার প্রতিশোধ নিতে আজ মহসীন কে কুপিয়েছে কাউন্সিলর সমর্থকরা।
এদিকে রাজনীতির প্রতিহিংসার কারণে মহসীনকে দিন দুপুরে প্রকাশ্য হত্যার উদ্দেশ্য কাউন্সিলরের সমর্থকরা কুপিয়েছে বলে অভিযোগ করেন ৯ নং উত্তর পাহাড়তলি যুবলীগ সভাপতি আব্দুল ওয়াজেদ খান রাজিব। তিনি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
তিনি বলেন কাউন্সিলরের সমর্থক, জুয়েল জলদস্যু, খোকন জলদস্যু, পারভেজ, ফারহান, রাব্বি, তুহিন আরো অজ্ঞাত কিছু সন্ত্রাসীরা দিন দুপুরে এলাকায় ঢুকে মহসীন কে কুপি ও স্টাম দিয়ে পিটিয়ে মৃত ভেবে ফেলে চলে যায়।
এ ঘটনায় এপর্যন্ত অভিজান পরিচালনা ৪ জনকে আটক করেছে বলে জানিয়েছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনায় জড়িত বাকি আসামীদের ধরার চেষ্টা চলছে বলেও জানান তিনি।