চট্টগ্রামের ফটিকছড়িতে আপন চাচার বিরুদ্ধে ৯ মাসের এক অবুঝ শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলার নাজিরহাট পৌরসভাধীন পূর্ব ফরহাদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত মোজাম্মেল (২৬) মৃত এয়ার মোহাম্মদের পুত্র এবং শিশুটির আপন চাচা বলে জানা গেছে।
জানা যায়, শিশুটির মা ঘরের কাজ করার জন্য ৯ মাসের শিশু কন্যাকে তার আপন চাচার কাছে রাখতে দিয়ে যায়। শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে ফিরে আসেন মা, এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
এ সময় তার চাচা মোজাম্মেল হক দৌড়ে ঘর থেকে পালিয়ে যান। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে ফটিকছড়ি থানায় শিশুটির মামা বাবর বাদী হয়ে ২৬ জুন বুধবার সন্ধ্যায় একটি মামলা করেন।
এ ব্যাপারে ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ বাবুল আকতার বলেন, ভিকটিম শিশু কন্যার বয়স মাত্র ৯ মাস। শিশুটির মামা বাদী হয়ে আজ সন্ধ্যায় মামলা করেন।