চারদিন ধরে এক যুবতীকে দুই ভাইয়ের ধর্ষণ

ফের নৃশংস ধর্ষণ দিল্লিতে। ২২ বছরের এক যুবতীকে চার দিন বন্দি করে রেখে গণধর্ষণের অভিযোগ উঠল দুই ভাইয়ের বিরুদ্ধে। তারা মেয়েটির সঙ্গে জোর করে বিকৃত যৌন সংযোগও স্থাপন করে বলে অভিযোগ।
দক্ষিণ দিল্লির অমর কলোনির ঘটনা। মেয়েটি কোনওক্রমে পালিয়ে পুলিশের কাছে অভিযোগ জানান। অভিযুক্ত দুই ভাই ভরত ও শত্রুঘ্নের বিরুদ্ধে গণধর্ষণ ও অপ্রাকৃতিক যৌনমিলনের অভিযোগ দায়ের করেছে পুলিশ।

ধর্ষিতা যুবতী পুলিশকে জানিয়েছেন, গত সপ্তাহেই কানপুর থেকে দিল্লি গিয়ে কাজ খুঁজছিলেন তিনি। লাজপত নগরে একটি চায়ের দোকানে তাঁর সঙ্গে এক মহিলার দেখা হয়। সে মেয়েটিকে কয়েকটি বাড়িতে পরিচারিকার কাজ করিয়ে দেবে বলে কথা দেয়। তবে কাজ দেওয়ার বদলে ভেন্ডরের দুই ছেলে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। চারদিন ধরে চলে পৈশাচিক অত্যাচার। একদিন যখন দুই ভাই ঘুমোচ্ছে, তখন কোনওক্রমে পালাতে সক্ষম হন মেয়েটি। তাঁর মেডিক্যাল পরীক্ষা-নীরিক্ষার পর তাঁর যৌন নিগ্রহের ঘটনা নিশ্চিত করেছেন ডাক্তাররা।