কুমারখালি প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে বর্বরোচিত ঘটনার জন্ম দিয়েছে শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের রবিউল ইসলামের ছেলে রুবেল। কবিরাজ দেখানোর কথা বলে অসহায় চম্পা কে ( ছদ্মনাম) তার সহযোগীদের সাথে রাতভর গনধর্ষণ করে পরবর্তীতে তাকে দেহ ব্যবসায়ী বানানোর পায়তারা করছে।
জানা যায়, গত ১৯ শে জুন বুধবার রুবেল চম্পাকে কবিরাজ বাড়ি নেওয়ার জন্য ডাকে।এরপর চম্পা তার সন্তানকে নিয়ে রুবেল কাছে আসলে রুবেল চম্পার ছেলে কে কেড়ে কলা বাগানে নিয়ে যায়।এসময় রুবেল চম্পাকে বলে, দেহভোগ করতে না দিলে তার সন্তানকে মেরে ফেলবে। সন্তানকে বাঁচানোর জন্য রুবেলের কুপ্রস্তাবে রাজি হন চম্পা।এসময় রুবেল সহ আরো তিনজন চম্পাকে লাগাতার উপর্যুপরি ধর্ষন করে।
এ বিষয়ে ধর্ষনের কথা স্বীকার করে চম্পা বলেন, আমার শরীর জ্বলে যায় বেশকিছু দিন, বিষয়টি রুবেল কে জানালে, সে বলে আমার কাছে ভাল কবিরাজ আছে। চিকিৎসার জন্য রুবেলের কাছে আসলে রুবেল সহ আরো অজ্ঞাত তিনজন ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করে। তিনি আরো বলেন,এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শনিবার (২২ শে জুন) দুপুরে কসবা এলাকায় গেলে,স্থানীয়রা জানান,এমন একটা ঘটনা কয়েকদিন যাবৎ শোনা যাচ্ছে।তবে রুবেল কে কয়েকদিন দেখা যাচ্ছে না।স্থানীয়রা আরো জানান,রুবেল একজন দুশ্চরিত্রের লোক,সব সময় খারাপ কাজ কর্মে লিপ্ত থাকে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
এবিষয়ে রুবেলের বাবা রবিউল ইমলাম বলেন, আমরা শুনেছি এমন ঘটনা,তবে রুবেল কয়েকদিন হল বাড়ি থাকেনা।তিনি আরো বলেন,এবিষয়টি সমাধান করার চেষ্টা চলছে।
তবে এঘটনায় জড়িত রুবেলের তিন সহযোগীর নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।