পাযুপথে বাতাস ঢুকিয়ে দেয়ায় শ্রমিকের মৃত্যু

পাযুপথে বাতাস ঢুকিয়ে শফিকুল ইসলাম নামের ৩৩ বছরের এক যুবকে হত্যা করার অভিযোগ উঠেছে। মৃত শফিকুল স্থানীয় এক চাতালে শ্রমিকের কাজ করতো। রবিবার বিকেলে মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালের পাঠায় পুলিশ।

শনিবার (২২ জুন) সন্ধ্যায় নেত্রকোনার সদর উপজেলায় বৌলাম নামক স্থানে শাহ সুলতান অটো রাইস মিলে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বাঘড়া গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে।

পুলিশের সূত্র থেকে জানা গেছে, স্থানীয় লাল মিয়ার শাহ সুলতান অটো রাইস মিলে শ্রমিকের কাজ করতেন শফিকুল ও বৌলাম গ্রামের রনি মিয়া। ওই দিন সন্ধ্যায় শফিকুল কাজ শেষে মিলের একটি পানির ট্যাপে নুয়ে হাত-মুখ ধোয়ার সময় বাতাসে তার পরনের লুঙ্গি উপরে উঠে যায়। এ সময় রনি কৌতূহলী হয়ে চাতাল কলের হাওয়ার মেশিনের নল শফিকুলের পায়ুপথে ঢুকিয়ে দেয়। এতে শফিকুলের পেটের ভেতরে বাতাস ঢুকে পড়লে অসুস্থ হয়ে পড়েন।

এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলার আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শনিবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এদিকে পরিবারের লোকজন ও এলাকাবাসী ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফনের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটানার সত্যতা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফখরুজ্জামান জুয়েল জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।