বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকার মাথা কেটে নিলেন প্রেমিক

বিয়ের জন্য চাপ দিচ্ছেন প্রেমিকা। কিন্তু প্রেমিক এখনি বিয়ে করতে রাজি নয়। তবে নাছোড়বান্দা প্রেমিকা দীর্ঘ দিন ধরে একই কথা বলতে থাকে। একসময় চাপ সইতে না পেরে এক পর্যায়ে প্রেমিকাকে হত্যার সিদ্ধান্ত নেয় বিরক্ত প্রেমিক।

সম্প্রতি কলকাতার ভূবনেশ্বরে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। সইন নামের অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছে সইন।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, সশমিতা বিসওয়াল নামের তরুণী সম্প্রতি সইনকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। কিন্তু সইন এখন বিয়ে করতে রাজি নয়। প্রেমিকার জোরাজুতে এক পর্যায়ে তাকে হত্যার সিদ্ধান্ত নেয়।

সিদ্ধান্ত অনুযায়ী প্রেমিকাকে স্থানীয় মালিপাড়া এলাকায় ঘুরতে নিয়ে যায় সইন। সেখানে একটি বনের মধ্যে নিয়ে সশমিতা হত্যা করে সইন। হত্যার পর তার মাথা কেটে আলাদা করে জঙ্গলে ফেলে দেয়। ঘটনার তদন্তে নেমে সশমিতার কাটা মাথা ও দেহ উদ্ধার করেছে পুলিশ।